হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, উক্ত হাদীস তারীখে বাগদাদ, ইমাম আলী (আঃ) – ইবনে আসাকির পুস্তক থেকে নেওয়া হয়েছে, হাদীস নিম্নরূপ:
রাসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ
عَلِيٌّ مَعَ الْحَقِّ وَ الْحَقُّ مَعَ عَلِيٍّ، لَنْ يَفْتَرِقَا حَتَّي يَرِدَا عَلَيَّ الْحَوضِ يَوْمَ الْقِيَامَةِ.
আলী সত্যের সাথে আর সত্য আলীর সাথে, এই দুটো কখনো একে অপর থেকে বিচ্ছিন্ন হবে না যতক্ষণ না কেয়ামতের দিন হাউজে কাওসারে আমার সাথে মিলিত হবে।
(তারীখে বাগদাদ ১৪:৩২১, ইমাম আলী (আঃ) – ইবনে আসাকির ৩:১৫৩/১১৭২)